ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুয়েট উপাচার্যের পাশে থাকার অঙ্গীকার শিক্ষকদের

Doinik Kumar
মার্চ ১, ২০২৫ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরণে উপাচার্যের পাশে থাকার অঙ্গীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বুধ (২৬ ফেব্রুয়ারি) ও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষকরা এই অঙ্গীকার ব্যক্ত করেন। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের পাবলিক রিলেশনস অফিসার শাহেদুজ্জামান শেখ।

এতে বলা হয়, গত ১৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন উপাচার্য। একইসঙ্গে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নে অগ্রগতির বিষয়ে অবহিত করেন। জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি (ছাত্রত্ব বাতিল, চাকরিচ্যুত) প্রদানের সিদ্ধান্তটি উপস্থিত সবাইকে জানান।

সভায় আরও জানানো হয়, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসার ব্যয়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করছে। এখন পর্যন্ত প্রায় ২০ জনের উন্নত চিকিৎসার ব্যয়ভার বহন করা হয়েছে। এসময় শিক্ষকরা দ্রুততম সময়ের মধ্যে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ নিশ্চিতকরণে উপাচার্যের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।