সমীর কান্তি বিশ্বাস, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপাড়া পদমদি গ্রামটি গত এক সপ্তাহ ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। স্থানীয়দের অভিযোগ, জাইকা প্রকল্পের আওতায় খননকৃত বৈরাগীর খাল অতিবৃষ্টিতে খালের দুই পাড় ভেঙে যায়। এতে খালের দুই পাশে থাকা পল্লী বিদ্যুতের খুঁটি হেলে পড়ে এবং দুর্ঘটনার আশঙ্কায় সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ ঘটনায় ভোগান্তিতে পড়েছে এলাকার চার থেকে পাঁচ শতাধিক পরিবার। বিদ্যুৎ না থাকায় ঘরে রাখা মাছ, মাংস, দুধসহ সংরক্ষিত খাদ্যদ্রব্য নষ্ট হয়ে গেছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়া অন্ধকারে চোর-ডাকাত আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, খালের গভীরতা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দুই পাশের রাস্তা কেটে খালের প্রশস্ততা বাড়ানো হয়েছে। একটি সংঘবদ্ধ চক্র খাল কাটা মাটি স্থানীয় ইটভাটায় বিক্রি করেছে। খালের পাড়ে থাকা গাছপালা উপড়ে পড়েছে, পল্লী বিদ্যুৎ খুঁটিগুলোর অবস্থাও নাজুক।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার বিষয়টি জেলা প্রশাসককে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ঘটনাটি আমি অবগত হয়েছি। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply