ব্যক্তি হিসেবে একে-অপরের প্রতি ভীষণ শ্রদ্ধা রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসির। তবে মাঠের লড়াইয়ে ভিন্ন চিত্র। দীর্ঘ দুই দশক ধরে দারুণ এক দ্বৈরথ উপহার দিয়ে আসছেন তারা। নিজেদের এমন এক পর্যায়ে নিয়েছেন, যেখানে অন্য ফুটবলারদের পৌঁছানো স্বপ্ন।
তবে সেই জায়গার শ্রেষ্ঠত্ব নিয়ে মেসি-রোনালদোর ভক্ত-সমর্থকরা প্রায়ই চায়ের কাপে ঝড় তোলেন। ক্রীড়াঙ্গন ভাগ হয়ে যায় দুই ভাগে। নিজেরা কি ভাবেন এমন প্রশ্ন উঠলে বরাবরের মতো এবারও নিজেকে সেরা বললেন রোনালদো। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন সিআর সেভেন।
২০ ২ ২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে মেসিকে অনেকে সর্বকালের সেরা বলে মেনে নেয়। সেই অনেকের কথা সামনে এনে মরগ্যান জানতে চেয়েছিলেন, অনেকে মনে করে তোমার চেয়ে মেসি ভালো। তুমি কি মনে কর? প্রতি উত্তরে রোনালদো বলেছেন, ‘মেসি আমার থেকে ভালো? এই মতামতের সঙ্গে আমি একমত নই। তাকে সেরা বলে বিনয়ী হতে চাই না।
কিছুদিন আগে রোনালদোর থেকে মেসিকেই এগিয়ে রাখেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন ওয়েইন রুনি। রিয়াল মাদ্রিদে যাওয়ার আগে রুনির সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ একসঙ্গে শেয়ার করেছিলেন রোনালদো। সাবেক ক্লাব সতীর্থর মতামত নিয়ে ৪০ বছর বয়সী স্ট্রাইকার বলেছেন, ‘এসব আমাকে বিরক্তি করে না।’
