নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা
ফরিদপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, ‘যারা ভিন্ন জায়গায় ছিল তাদের অনেকে আমাদের সঙ্গে এসেছে। ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
বুধবার (৫ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা পৌর সদরের ঈদগাহ জামে মসজিদ প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘ফরিদপুর-৪ আসন হবে ভ্রাতৃত্বের, সম্প্রীতির এবং সহাবস্থানের। ভাঙ্গায় কোনো হিংসা কিংবা প্রতিহিংসা থাকবে না। যারা আমাদের সঙ্গে ছিলেন, দীর্ঘ ১৭ বছর কষ্ট করেছেন, তাদের স্যালুট জানাই।’
ভাঙ্গায় কোনো সন্ত্রাস, চাঁদাবাজ থাকবে না মর্মে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সবাই শান্তি ও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে বলে তিনি অঙ্গীকার করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক ফজলে হাসান শামীম, ভাঙ্গা পৌর বিএনপির নেতা মিজানুর রহমান পান্না প্রমুখ।
