নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসনে পঞ্চাশ জন নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর বারোটার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেশিন বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার, ইউপি চেয়ারম্যান আজাদ খান, মো. ইয়াকুব আলী প্রমুখ।
ইউএনও জানান যারা অল্প সেলাইয়ের কাজ জানতেন তাদের ত্রিশ জনকে দশ দিনের সেলাই প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়া কাজ জানে অথচ সেলাই মেশিন নেই এমন বিশ জনকে মোট পঞ্চাশ জনকে পঞ্চাশটি সেলাই মেশিন প্রদান করা হয় এছাড়া যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের সনদ ও ভাতা প্রদান করা হয়।
প্রশাসনের এমন উদ্যোগের প্রতি সাধুবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেলাই মেশিন প্রাপ্ত নারীরা।
