নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
শরীয়তপুর-মাদারীপুর বাইপাস মহাসড়কে ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দুপুরে শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন- শরীয়তপুর জেলা ট্রাক ট্যাংকলরি, কাভার্ডভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং একই সংগঠনের সদস্য নারায়ন পোদ্দার।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আঙ্গারিয়া বাইপাস সড়কে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ চক্র ট্রাক থামিয়ে শ্রমিক ইউনিয়নের নামে প্রতি ট্রাক থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা চাঁদা আদায়ের কারণ জানতে চান। কিন্তু আটক ব্যক্তিরা কোনো অনুমতিপত্র বা বৈধ নথি দেখাতে পারেননি।
খবর পেয়ে আঙ্গারিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ অর্থ জব্দ করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, চাঁদাবাজির ঘটনায় দু’জনকে আমরা আটক করেছি। নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে দ্রুতই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
স্থানীয়রা জানান, সকাল থেকে কিছু ব্যক্তি শ্রমিক সংগঠনের নামে ট্রাক থেকে অর্থ আদায় করে আসছিল। পুলিশের দ্রুত অভিযানে এ ধরনের চাঁদাবাজির কার্যক্রম বন্ধ হবে বলে আশা করছেন এলাকাবাসী।
