মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

গণপরিষদ নির্বাচন নিয়ে যা বললেন নাহিদ ইসলাম

  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১২.৩১ পিএম
  • ১৬২ জন সংবাদটি পড়েছেন

ঢাকা: গণপরিষদ নির্বাচন ও সেকেন্ড রিপাবলিক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বর্তমান পরিস্থিতিতে দলের প্রস্তাবনা হাজির করেছি। আমরা মনে করি, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান প্রকৃতার্থে গণতন্ত্রের দিকে উত্তরণে আমাদের সহায়তা করবে।

তিনি বলেন, আমরা বলেছি, জাতীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন ও সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে। এর মাধ্যমেই পুরোনো শাসন কাঠামো এবং সংবিধান পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।

মঙ্গলবার (০৪ মার্চ) রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ করে নাহিদ ইসলাম বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা জীবন দিয়েছেন, তা যেন আমরা ঠিকভাবে ধারণ করতে পারি। পাশাপাশি আমরা যারা আহত হয়েছেন, তাদের ত্যাগের প্রতি স্যালুট জানাই। আমরা অবিলম্বে গণহত্যার দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই।

তিনি বলেন, বিচারের মাধ্যমে শহীদদের পরিবার এবং আহতদের কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব। বাংলাদেশে যারা ফ্যাসিজম কায়েম করেছিল, তাদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যেন শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই কেউ স্বৈরাচার হয়ে উঠতে চাইলে একবার ভেবে নেয়। এই বিচার নিদর্শন হওয়া উচিত। এনসিপি আহ্বায়ক বলেন, আমাদের এই ভুখণ্ডের যে লড়াইয়ের ইতিহাস রয়েছে, ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল এবং সেখান থেকে ২০২৪ সাল পর্যন্ত, সব ইতিহাস শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা নিজেদের কার্যক্রম পরিচালনা করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION