সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
চোট পেয়ে ১১ মিনিটে মাঠ ছাড়লেন মেসি ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক টিটি দলের দায়িত্ব নিচ্ছেন ২৫ বছর বয়সি থাই কোচ বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার

দ্রুত শর্ত পূরণ করে নিবন্ধনের দিকে যাব: নাহিদ ইসলাম

  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১১.১৮ এএম
  • ১৪৬ জন সংবাদটি পড়েছেন

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টির এই মুহূর্তের প্রধান কাজ হলো তার সাংগঠনিকভাবে কার্যক্রম বিস্তৃতি করা। তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা।

তিনি বলেন, নিবন্ধন নিতে যে ধরনের শর্ত পূরণ করতে হয়, সেই শর্তগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করে আমরা নিবন্ধন কার্যক্রমের দিকে এগোবো। এই মাসের মধ্যে আমাদের গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করব। মঙ্গলবার (০৪ মার্চ) সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, পুরোনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করে আমাদের জনগণের যে কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়।

তিনি বলেন, আমরা বলছি, যেহেতু ২০২৪ সালে গণঅভ্যুত্থান হয়েছে, ছাত্র-জনতা রক্ত দিয়েছে, সেহেতু কেবল সরকার পরিবর্তন নয়, শাসন কাঠামোসহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের সূচনা করতে চাই, যেখানে গণতন্ত্র, ইনসাফ ও সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। এনসিপি আহ্বায়ক বলেন, আজ জাতীয় নাগরিক পার্টির প্রথম কর্মসূচি হিসেবে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছি। আজ থেকে আমাদের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হলো। ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪- সব লড়াইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেলেও আমাদের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব বারবার হুমকির মুখে পড়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহ বারবার ভেঙে পড়েছে, আমরা একটি গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি।

তিনি আরও বলেন, একদলীয় সংবিধানের মাধ্যমে ফ্যাসিজম ও একদলীয় স্বৈরতন্ত্রের বীজ বপন করা হয়েছিল। আমরা বলেছি একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে। তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। সদস্য সচিব আখতার হোসেন বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা বিশ্বাস করি নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। একইসঙ্গে গণপরিষদ নির্বাচনে যারা জয়ী হবেন তারা সংসদ সদস্য হিসেবেও ভূমিকা পালন করবেন। এমন প্রস্তাবও আমাদের পক্ষ থেকে আছে।

এ সময় সারজিস আলমসহ জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION