সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
চোট পেয়ে ১১ মিনিটে মাঠ ছাড়লেন মেসি ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক টিটি দলের দায়িত্ব নিচ্ছেন ২৫ বছর বয়সি থাই কোচ বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার

সৌদির সঙ্গে মিল রেখে রোজা পালন করলেন ফরিদপুরের ১০ গ্রামের মানুষ

  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫, ১০.৪৮ এএম
  • ১৭২ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদন

ফরিদপুর:বোয়ালমারীতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ১০টি গ্রামের আংশিক লোকজন রোজা পালন শেষে ইফরিদপুরের ফতার শেষ করেছে।

শনিবার (০১ মার্চ) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে জেলার বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে মাহিদুল হকের ব্যবসাপ্রতিষ্ঠানে কিছু লোকজনকে ইফতার করতে দেখা যায়। চট্টগ্রামের মির্জাখিল শরীফের অনুসারী বেশ কিছু পরিবার একদিন আগেই রোজা ও ঈদ উদ্‌যাপন করে থাকেন। এসব গ্রামের লোকজন যার যার বাড়িতে ইফতার করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড়, কলিমাঝি ও আলফাডাঙ্গা ধলেরচর গ্রামের বেশ কিছু পরিবারের প্রায় সহস্রাধিক মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র রোজা পালন শুরু করেন। তারা আজ শনিবার রোজা রেখেছেন। সন্ধ্যায় ইফতার শেষ করেছেন। আর এভাবেই একদিন আগেই অর্থাৎ সৌদি আরবে যেদিন ঈদ সেদিন ওই গ্রামগুলোর অধিকাংশ লোকজন ঈদ উদ্‌যাপন করে থাকেন।

উপজেলার কাটাগড় গ্রামের বাসিন্দা ও আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহিদুল হক বলেন, আমরা সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগেই রোজা শুরু করেছি। আজকে প্রথম রোজার ইফতার শেষ করলাম। আমাদের এখানে যারা চট্টগ্রামের মির্জাখিল শরীফের অনুসারী তারা সকল পরিবারই আজকে রোজা ছিল।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি শেখর ও রুপাপাত ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের আংশিক মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও দুটি ঈদ উদ্‌যাপন করে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION