সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

কোনো পরিবার নয়, ক্ষমতা থাকবে জনগণের হাতে: তাসনিম জারা

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫, ১০.৫২ এএম
  • ১৮৭ জন সংবাদটি পড়েছেন

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেছেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে ক্ষমতা শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের হাতে কুক্ষিগত থাকবে না, ক্ষমতা থাকবে জনগণের হাতে।  তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে স্বাস্থ্য ও শিক্ষা কারো পণ্যে পরিণত হবে না। এই অধিকার সবার সমান থাকবে। বাংলাদেশ বদলাবে, শিগগিরই বদলাবে, এবার অবশ্যই বদলাবে, আপনাদের হাত ধরেই বদলাবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তাসনিম জারা বলেন, আজকে আমরা শুধু একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করছি না, একটি নতুন রাজনৈতিক পথচলা শুরু করছি। আমরা নতুন ধরনের রাজনীতি করতে এসেছি।

 

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে রাজনীতির অর্থ ছিল ক্ষমতার খেলা, জনগণের সঙ্গে প্রতারণা, স্বার্থের লেনদেন। আমরা সেই রাজনীতির অবসান চাই। আমরা এমন রাজনীতি করতে চাই, যেখানে শুধুমাত্র কোনো ব্যক্তি বা পরিবারের স্বার্থ সংরক্ষিত হবে না। রাজনীতি হবে মানুষের পাশে দাঁড়ানোর, জনগণের কথা বলার। তাসনিম জারা বলেন, আমরা ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসিনি। রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়ার জন্য। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে যে কেউ তার যোগ্যতা, সততা ও জনগণের সমর্থন নিয়ে নেতৃত্ব দিতে পারবে, নেতা হয়ে উঠতে পারবে। তার ব্যক্তি বা পারিবারিক পরিচয় মুখ্য হবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION