সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
চোট পেয়ে ১১ মিনিটে মাঠ ছাড়লেন মেসি ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক টিটি দলের দায়িত্ব নিচ্ছেন ২৫ বছর বয়সি থাই কোচ বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার

ফরিদপুর আইনজীবী সমিতি নির্বাচন, শীর্ষ পদে বিএনপির জয়

  • Update Time : শনিবার, ১ মার্চ, ২০২৫, ৯.৫৭ এএম
  • ১৭২ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদন

ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক পদসহ ১১টি পদে জয়লাভ করেছেন বিএনপি প্রার্থীরা। অন্যদিকে জামায়াত সমর্থিত ৪ প্রার্থী জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে আইনজীবী সমিতি ভবনের নিচতলায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

নির্বাচনে সভাপতি পদে লুৎফর রহমান পিলু (বিএনপি) বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দুজন যথাক্রমে মতিউর রহমান নিজামী (জামায়াত) পেয়েছেন ২২৭ ভোট, তারেক আইয়ুব খান (বিএনপি) পেয়েছেন ১৯৯ ভোট, নিকটতম হয়েছেন সিরাজুল ইসলাম (বিএনপি), পেয়েছেন ১৮৫ ভোট, সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন মৃধা (বিএনপি) পেয়েছেন ১৮১ ভোট, তার নিকটতম প্রার্থী পেয়েছেন আব্দুল কাদের মিয়া ১১৫ ভোট।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রেজাউল করিম শামীম (জামায়াত) তিনি পেয়েছেন ১৬৯ ভোট, তার নিকটতম প্রার্থী আলমগীর কবির ভূঁইয়া পেয়েছেন ১৪০ ভোট, সম্পাদক অডিট পদে সরোয়ার হোসেন (জামায়াত) ১৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রার্থী সেলিমুজ্জান রুকু (বিএনপি) পেয়েছেন ১৩২ ভোট, সম্পাদক প্রচার-প্রকাশনা পদে ১৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন রেজাউল করিম রেজা (বিএনপি), তার নিকটতম প্রার্থী পেয়েছেন মোসাদ্দেক হোসেন ১০৬ ভোট, সম্পাদক তথ্য ও প্রযুক্তি পদে ২১৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন মিজানুর রহমান সিনহা (জামায়াত), নিকটতম প্রার্থী মো. রেজাউদ্দিন পেয়েছেন ১০০ ভোট।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক আবু নাঈম জুয়েল (বিএনপি), সম্পাদক ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন পদে হাবিবুর রহমান হাবিব শেখ (বিএনপি), কার্যনির্বাহী সদস্য পদে বিএনপি সমর্থিত ৫ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আগেই। তারা হলেন মো. রকিবুল ইসলাম বিশ্বাস, মিজানুর রহমান, মো. খসরুল আলম, মো. মুরাদ হোসেন ও গোলাম মনসুর নান্নু।

নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার দ্বীনেশ চন্দ্র দাস, সহ. প্রধান নির্বাচন কমিশন আনিসুল হাসান রেজা ও গাজী শাহাদুজ্জামান লিটন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION