রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
বোচাগঞ্জে হারিয়ে যাওয়া অস্ত্র-গুলি উদ্ধার অভিযান অব্যাহত, ওসির বক্তব্যে প্রশ্ন উঠছে বোচাগঞ্জে মডেল মসজিদ নির্মাণে অনিয়ম: গাঁথুনির কাজ স্থগিতের নির্দেশ সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর নির্বাচন: সভাপতি ও সম্পাদক পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল কাহারোলে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের ২ কর্মী আট বিএমবিসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ  বালিয়াকান্দিতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সালথা ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহিন গ্রেপ্তার চরভদ্রাসনে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন বালিয়াকান্দি পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন এসিল্যান্ড বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

করারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরা

  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১২.১৮ পিএম
  • ১৪৮ জন সংবাদটি পড়েছেন

বাড়তি কর বসানোর আগে বাজারে এর প্রভাব বিশ্লেষণের প্রস্তাব করেছে ব্যবসায়ী সংগঠনগুলো। দাতা সংস্থা বা অন্য কোনো চাপে পণ্য বা সেবার ওপর করারোপ চান না তারা। ২০২৫-২৬ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় বিদ্যমান কর আইনের বিভিন্ন ধারায় সংশোধন, পরিবর্তন ও এনবিআরের তিন বিভাগ (শুল্ক, আয়কর ও মূসক) সমন্বয়সহ বিভিন্ন দাবি ও প্রস্তাব জানান ব্যবসায়ীরা।

গত সপ্তাহে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই), বেপজা, বেজা, বিডাসহ একাধিক সংগঠনের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বসে এনবিআর। চলতি সপ্তাহে রিহ্যাব, রেস্তোরাঁ মালিক সমিতি, বারভিডাসহ বেশ কয়েকটি পেশাজীবী সংগঠনের সঙ্গে বসবে।

করারোপের আগে প্রয়োজন প্রভাব বিশ্লেষণ

বিদেশি বিনিয়োগ আকর্ষণে উৎসে করহার যৌক্তিকীকরণ, করপোরেট করহার কমানো এবং অগ্রিম আয়কর ও টার্নওভার করনীতি সংস্কারের প্রস্তাব দিয়েছে এফআইসিসিআই।

ধরনের পণ্য যারা বিক্রি করেন বেশিরভাগেরই টিআইএন নেই। তারা আয়করের বিষয়ে একেবারে অজ্ঞ। ব্যবসায়ীরা এসব পণ্য খুচরা বাজার থেকে নগদে কিনে আনেন। এসব কারণে ধরনের কৃষিপণ্যে উৎসে করারোপের প্রয়োজন নেই।রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব মো. ইমরান হাসান

সংগঠনটির পক্ষে প্রস্তাবনা তুলে ধরে এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেসের পরিচালক স্নেহাশিস বড়ুয়া বলেন, ‘সুইটমিট ও বেভারেজ পণ্যে ৩ শতাংশ ন্যূনতম কর করা হয়েছে। আগে দিতে হতো ০ দশমিক ৬ শতাংশ। এটা হওয়ার পর হয়তো অনেক প্রতিষ্ঠান তাদের পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করে ১২০ টাকা, যা আগে ছিল ১০০ টাকা। দাম বাড়ার ফলে দেখা গেলো নতুন করে ১০০ ইউনিট বিক্রির স্থলে বিক্রি হলো ৭৫ ইউনিট। আগে যেখানে এনবিআর ৪ হাজার ৪৩৫ টাকা ভ্যাট ও সাপ্লিমেন্টারি ডিউটি পেতো সেখানে এখন পাচ্ছে ৩ হাজার ৯৩৮ টাকা। এখানে এনবিআর ৪৩৮ টাকার রাজস্ব হারালো। আবার ন্যূনতম কর বাড়ানোয় বেশি পাচ্ছে মাত্র ২১০ টাকা। এখানে আসলে প্রভাব বিশ্লেষণ করা জরুরি। তা না হলে যেসব কোম্পানি এদেশে বিনিয়োগ করবে তারা উৎসাহ হারাবে।’ ২০২৭ সালের মধ্যে একক ভ্যাট হার ১০ শতাংশ করার সুপারিশ করেছে প্রতিষ্ঠানটি। স্নেহাশিস বড়ুয়া বলেন, ‘যেসব খাতে ১৫ শতাংশ ভ্যাট আছে, তা ২০২৭ সালের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনা যেতে পারে। যেসব খাতের ভ্যাট ১০ শতাংশের নিচে, সেসব খাতের হার ১০ শতাংশ করা যেতে পারে। এতে কার্যকর ভ্যাটের ভার কমে যাবে।’

করপোরেট কর বাস্তবসম্মত করার প্রস্তাব

করপোরেট কর বাস্তবসম্মত করার প্রস্তাব করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটির অন্য দাবির মধ্যে রয়েছে- ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য আলাদা করহার, কর প্রশাসন ও নীতি আলাদা করা, কর ব্যবস্থাপনা অনলাইনভিত্তিক করা, রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) প্রদর্শনের ক্ষেত্রে জটিলতা দূর করা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য দূর করতে অনুমোদিত তহবিলের ওপর করহার যৌক্তিক করা ইত্যাদি।

ক্রেডিট কার্ডের ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) বাধ্যতামূলক না করে শুধু টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে অ্যামচেম। প্রত্যন্ত, অনগ্রসর ও অনুন্নত এলাকার বিনিয়োগকারীদের জন্য আলাদা কর অবকাশ সুবিধা প্রস্তাব করে বেপজা। এদিকে স্থলবন্দরগুলোর সীমানা এক কিলোমিটার করে বাড়ানোর দাবি জানিয়েছে ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার।

কৃষিজাত পণ্যে উৎসে কর বিলোপের আহ্বান

কৃষিজাত পণ্যে উৎসে কর বিলোপ চাইবে রেস্তোরাঁ মালিক সমিতি, চাইবে আয়কর আইনের কয়েকটি ধারার সংশোধন। ধান, চাল, গম, আলু, মাছ, মাংস, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, মসুর, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, আটা ইত্যাদি পণ্যে ১ শতাংশ উৎসে কর রয়েছে, যা বিলোপ চায় রেস্তোরাঁ মালিক সমিতি।

সমিতির মহাসচিব মো. ইমরান হাসান জাগো নিউজকে বলেন, ‘এ ধরনের পণ্য যারা বিক্রি করেন বেশিরভাগেরই টিআইএন নেই। তারা আয়করের বিষয়ে একেবারে অজ্ঞ। ব্যবসায়ীরা এসব পণ্য খুচরা বাজার থেকে নগদে কিনে আনেন। এসব কারণে এ ধরনের কৃষিপণ্যে উৎসে করারোপের প্রয়োজন নেই।’

এছাড়া আয়কর আইনের ধারা ৩৫, ৫৫ এর ট, ৮৯ ও ৭৩ এর গ এর সংশোধন চাইবে সংগঠনটি। জানা যায়, জ্বালানি সাশ্রয়ী, পরিবেশবান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে করহার কমানোর প্রস্তাব করবে বারভিডা। এদিকে নির্মাণসামগ্রীর ওপর করহার কমানো ও ফ্ল্যাট এবং প্লট রেজিস্ট্রেশনে ফি কমিয়ে আনারও দাবি জানাতে পারে রিহ্যাব। এছাড়া আয়কর আইনের একাধিক আইনের সংশোধন চাইবে সংগঠন দুটি।

গত জানুয়ারি মাসে শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ায় এনবিআর। রেস্তোরাঁ সেবায় ভ্যাট বাড়িয়ে ৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করা হয়। পরে ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে আগের হারে ফিরে যায় এনবিআর।

ইমরান হাসান বলেন, ‘সেবা প্রদানে এনবিআর কর্মকর্তাদের হয়রানি কমাতে হবে। পাশাপাশি করহার বাড়ানোর আগে তা সমাজ ও অর্থনীতিতে কী ধরনের প্রভাব ফেলে তার বিশ্লেষণও জরুরি।’

এর আগে ব্যবসায়ীদের সঙ্গে সভা শেষে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘সব ব্যবসায়ী একমত হলে আমরা একক ভ্যাট হার করে দিতে পারি। প্রয়োজনে একক ভ্যাট হার কমাবো। এবারের বাজেটে করহার খুব একটা কমবে না। কারণ করহার খুব বেশি কমানোর সুযোগ নেই।’

আয়কর আইনের কয়েকটি ধারার পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা তাদের দাবি-দাওয়ার রিফ্লেকশন দেখতে পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION