অর্থনীতি :-
দেশের বাজারে আবার বেড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দর আজ বুধবার (২৩ জুলাই) থেকে কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, বুধবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায় বিক্রি হবে।
সবশেষ গত ৭ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫০০ টাকা কমিয়েছিল বাজুস। তাতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি কমে ১ লাখ ৭০ হাজার ৫৫১ টাকা দাঁড়িয়েছিল।
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৬৮৩ টাকা ও ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ভরিপ্রতি ১ হাজার ৭২৬ টাকায় বিক্রি হচ্ছে।
Leave a Reply