ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত বিজিবি সদস্যদের মানববন্ধন

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: বিগত ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত স্বৈরাচারী সরকারের আমলে অন্যায় ভাবে চাকরিচ্যুত সকল বিজিবি সদস্যদের চাকরি পুনর্বহালসহ ৩ দফা দাবিতে বিজিবি সদর দপ্তরের সামনে দাবিতে মানববন্ধন করছেন চাকরিচ্যুত বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে তারা এই মানববন্ধন শুরু করেন।

এসময় তারা বলেন, বিগত (আওয়ামী লীগ) সরকারের আমলে আমাদেরকে অন্যায় ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের প্রথম দাবি অন্যায় ভাবে চাকরিচ্যুত সকল বিজিবি সদস্যদের চাকরে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয় দাবি হল আমাদের শতভাগ পেনশন ও বেতন-ভাতা দিতে হবে।

বিজিবি ২০১০ যে অবৈধ আইন আছে, তা সংস্কার করতে হবে। এই কালো আইনের মাধ্যমে আমরা যারা এখানে আন্দোলন করছি আমাদের প্রত্যেককে অন্যায় ভাবে চাকরিচ্যুত করে বাড়িতে পাঠানো হয়েছে।

এদিন প্রায় ৪০-৫০ জন চাকরিচ্যুত বিজিবি সদস্যদের বিজিবি সদর দপ্তরের সামনে মানববন্ধন করতে দেখা যায়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এই মানববন্ধনের কারণে বিজিবি সদর দপ্তরের সামনে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। এছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পোশাকে ও সাদা পোশাকে অবস্থান করতে দেখা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।