ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে শ্রমিকবাহী বাসে আগুন, আহত-৫

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার সোম বাজার এলাকায় শ্রমিকবাহী চলন্ত একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

 

এসময় কমপক্ষে ৫জন আহত হয়েছে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনাটি ঘটেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, কালীগঞ্জের চরকা টেক্সটাইলের শ্রমিক নিয়ে একটি বাস গাজীপুর সিটি করপোরেশনের গাছা এলাকায় যাচ্ছিল। একপর্যায়ে বাসটি সোম বাজার এলাকায় পৌঁছায়। এ সময় হঠাৎ করে বাসে আগুন ধরে যায়। পরে তাড়াহুড়া করে নামতে গিয়ে ওই বাসে থাকা কমপক্ষে ৫জন শ্রমিক আহত হয়। এদিকে মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের পৌঁছার আগেই বাসটি আগুনে পুড়ে যায়।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বক্কর জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নেভায়। তবে বাসের পুরো অংশ আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটি থেকে বাসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।