নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফরিদপুর জেলা সমন্বয়ক কমিটির ১নং যুগ্ম সমন্বয়কারী হলেন সাপ্তাহিক বুদ্ধিযুদ্ধ পত্রিকার সম্পাদক এবং ফরিদপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সিনিয়র সদস্য এস এম জাহিদ।
গত ৫ জুন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর কেন্দ্রীয় আহবায়ক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত ফরিদপুর জেলা সমন্বয় কমিটির অনুমোদন করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয়কারী (২) সাইফ হাসান খান শাকিব, (৩) জিল্লুর রহমান, (৪) মোহাম্মদ বায়জিদ হোসেন শাহেদ, (৫) মোঃ কামাল হোসেন ।
সদস্য- (১) ফিরোজ হোসেন মোল্লা, (২) মোঃ মিরাজ উদ্দিন শরীফ, (৩) শেখ বাচ্চু, (৪) রফিকুল ইসলাম বর্ণ, (৬) হাবিবুর রহমান আল মুনির, (৭) সায়েমা আক্তার, (৮) মোঃ আরমানুল ইসলাম, (৯) মেহেদী হাসান, (১০) মোঃ সোহান ইসলাম সুজাত , (১১) রনি মোল্লা, (১২) হায়দার মোল্লা, (১৩) মোঃ শেখ জাহিদ, (১৪) জুবায়ের রহমান, (১৫) এস এম আকাশ, (১৬) নবীন শেখ, (১৭) সাইফুল ইসলাম, (১৮) মোঃ রুবেল মিয়া হৃদয়।
Leave a Reply