খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর
আপনাদের সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ রইলো। নিম্নলিখিত মেয়েটি, আশা আক্তার, পিতা: লাইসুর রহমান, মাতা: লিপি আক্তার, স্থায়ী বাসিন্দা: গুচ্ছগ্রাম আবাসন, এক নম্বর ইউপি, নাপানগর বড় সুলতানপুর, দিনাজপুর, নিজ স্বামীর ঘর থেকে ১৬ লক্ষ ৯ হাজার ২ শত টাকা নিয়ে তিন কন্যা সন্তানকে ফেলে রেখে পালিয়ে গেছেন।
বর্তমানে, আশা আক্তার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আছেন এবং মির্জাপুর থানার সংলগ্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন।
এছাড়া, আশা আক্তারের বিরুদ্ধে তার পরিবারসহ বোচাগঞ্জ মামলা নং ৪/২৩, দিনাজপুর কোর্ট জিআর নং ১২৯/২৩, সিআর নং ৯০১/২৪, সিআর নং ২৫৪/২৪ , দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং ৯২পি/২৪ । ২৪/৩/২৫ ইংরেজি তারিখে সমন জারি হয়েছে ।২৫/৩/২৫ ইংরেজি তারিখে তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। একটি ১২৯/২৩ ২৫/৩/২৫ মামলার ওয়ারেন্ট ও ৯০১/২৪ ২৪/৩/২৫, ২৫৪/২৪ ৬/৪/২০২৫ মামলার সমন জারি।
অতএব, যদি কেউ আশা আক্তারকে দেখেন, অনুগ্রহ করে নিকটতম পুলিশ ফাঁড়ি অথবা থানায় তাকে ধরিয়ে দিন। সন্ধান প্রদানকারীকে মোটা অংকের টাকা পুরস্কৃত করা হবে।
