বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা ক্ষোভ ঝাড়লেন ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকাণ্ড নিয়ে চৌধুরী নায়াব ইউসুফ এর নেতৃত্বে ফরিদপুরে বিএনপির র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত বোচাগঞ্জে ৫ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত উন্নতম আসামি আশা আক্তার কে চোখের ইশারায় পালাতে সহযোগিতা করেছেন দিনাজপুর পিবিআই পুলিশ বোচাগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা প্রকৌশলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে বিএনপির বিজয় মিছিলে ছাত্রলীগ নেতাসহ তিন ভাইকে কুপিয়ে জখম ভাঙ্গায় সাপের কামড়ে কৃষকের মৃত্যু গোপালগঞ্জে জন্ম-মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত ভাঙ্গায় বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেলচালকের সালথায় ট্রলিচাপায় শিশু নিহত চরভদ্রাসনে প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বহাল তবিয়তে চলছে অবৈধ স্থাপনা

বোচাগঞ্জে ৫ মামলার গ্রেফতারি পরোয়ানা ভুক্ত উন্নতম আসামি আশা আক্তার কে চোখের ইশারায় পালাতে সহযোগিতা করেছেন দিনাজপুর পিবিআই পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫, ৮.৫০ এএম
  • ২৩ জন সংবাদটি পড়েছেন

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার আলোচিত মামলার বাদী আব্দুল মজিদ খান ঘোষণা দিয়েছেন—আজ থেকে থানার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আর কোনো সংবাদ প্রকাশ করা হবে না। তিনি বলেন, “এই ওয়াদা ইনশাআল্লাহ ভঙ্গ হবে না।” তবে হুঁশিয়ারি দিয়ে জানান, “পালিয়ে থাকা ১১ জন আসামিকে অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা না হলে এর দায়দায়িত্ব নিতে হবে স্থানীয় পুলিশ প্রশাসনকেই।” আসামিদের মধ্যে অন্যতম আশা আক্তারের গর্ভজাত তিন কন্যা সন্তান—জান্নাতী আক্তার (৪), ফুলসুরাতী আক্তার (৪) ও মিম আক্তার (৩)—এর ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বাদী দাবি করেন, নির্ধারিত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় না আনলে, তিনি বাধ্য হয়ে স্থানীয় ও জাতীয় মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সব ধরনের তথ্য তুলে ধরবেন। ব্যাংক একাউন্ট আছে কিনা তারা কতগুলি সিম ব্যবহার করছে কার সাথে কিভাবে যোগাযোগ করছে জানা খুবই প্রয়োজন খতিয়ে দেখবে উচ্চপদের পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ‌।গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিরা, মোবাইল নম্বর ও NID নম্বরসহ : ১. আশা আক্তার (পিতা: লাইসুর রহমান) জাতীয় পরিচয়পত্র (NID): 4211823796 01790-634460 (আশা আক্তার ১) , 01313-913779 (সাহলম মোছাম্মৎ আশা আক্তার) , 01995-155718 (আশা আক্তার ২), 01770-975397 (আশা আক্তার ৩), 01722-697654 (শারমিন আপা), 01327-032313 (আশা ৪) , 01306-785272 (আশা আক্তার ৫)। ২. লিপি আক্তার (স্বামী: লাইসুর রহমান) জাতীয় পরিচয়পত্র (NID):2712167828788। ৩. রাশিদা আক্তার (স্বামী: দেলোয়ার হোসেন) মোবাইল: 01797-576650। ৪. মোঃ নয়ন মিয়া (পিতা: লাইসুর রহমান) মোবাইল: 01600-044739। ৫. দেলোয়ার হোসেন (শ্বশুর: লাইসুর রহমান) মোবাইল: 01727-764736। ৬. লাইসুর রহমান (পিতা: মৃত মফির উদ্দিন) জাতীয় পরিচয়পত্র (NID): 3253602944 মোবাইল: 01310-010919। ৭. মীরা কাশ্মীরি (স্বামী: আব্দুল আলিম ) জামিনে রয়েছেন। ৮. আব্দুল আলিম (পিতা: অজ্ঞাত)। ৯. আব্দুল মালেক ওরফে চৌধুরী (পিতা: মসির উদ্দিন) জামিনে রয়েছেন । ১০. মোঃ রুবেল খাঁ (NID) 1989412470300021, মোবাইল 01710151727,01910151727। ১১. মোঃ সোহেল খাঁ মোবাইল 01767573818,01403607392 (উভয়ের পিতাঃ আঃ মজিদ খাঁ)। ১২. মোছাঃ ইভা বেগম (স্বামী রুবেল খা)। ১৩. মোছাঃ লাবণী বেগম (স্বামী সোহেল খাঁ) । ১৪. মোছাঃ সুখজান বেগম (স্বামী মোঃ মফিজুল ইসলাম) সকলের সাং মুশিদাহাট, ডাকঘর সেতাবগঞ্জ, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। এদের বিরুদ্ধে দায়ের কৃত মামলা নং। 1. বোচাগঞ্জ থানার মামলা নং: ৪/২৩ ➤ দিনাজপুর আদালতের বিচার ফাইল নং: ১২৯/২৩ ➤ গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে: ৩ জনের বিরুদ্ধে । 2. দিনাজপুর কোর্ট সিআর মামলা নং: ২৫৪/২৪ ➤ গ্রেফতারি পরোয়ানা জারি: ২ জনের বিরুদ্ধে। 3. দিনাজপুর কোর্ট সিআর মামলা নং: ৯০১/২৪ ➤ গ্রেফতারি পরোয়ানা জারি: ৩ জনের বিরুদ্ধে। 4. দিনাজপুর কোর্ট সিআর মামলা নং: ২৪৩/২৪। ➤ গ্রেফতারি পরোয়ানা জারি: ৩ জনের বিরুদ্ধে। 5. দিনাজপুর নির্বাহী আদালতের এমআর মামলা নং: ১/২৫ ➤ গ্রেফতারি পরোয়ানা জারি: ৬ জন আসামির বিরুদ্ধে । 6. দিনাজপুর কোর্ট সিআর মামলা নং: ২১৪৭/২৫ ➤ মামলাটি বোচাগঞ্জ থানায় তদন্তাধীন ➤ তদন্ত কর্মকর্তা: এসআই লিখন কুমার দাস। দিনাজপুর কোতোয়ালি থানার জিডি নং: ২১৯৫/২৪ ➤ বিষয়: নিখোঁজ ডায়েরি।

বোচাগঞ্জ থানার জিডি নং: ৩৩৩/২৪ ➤ বিষয়: নিজ ঘরের নগদ টাকা ও অলংকার চুরি সংক্রান্ত।বোচাগঞ্জ থানায় দায়েরকৃত অভিযোগ তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৫ ➤ ৩০ মে ২০২৫ ➤ ২ জুন ২০২৫। সিআর মামলা নং ১৫১/২৪ গ্রেফতারি পরোয়ানাজারী, সিআর মামলা নং ১৮৪/২৪ গ্রেফতারি পরোয়ানা জারি, নির্বাহী কোর্ট মামলা নং ৩৯৬/২৪ গ্রেফতারি পরোয়ানাজারী । পলাতক আসামিদের বর্তমান ঠিকানা: পুরাতন গুচ্ছগ্রাম আবাসন, ১নং ইউপি, নাপা নগর ইউনিয়ন পরিষদ, বড় সুলতানপুর, থানা: বোচাগঞ্জ, জেলা: দিনাজপুর। ১৫. মোঃ রাসেল (পিতা: মজিদ): 01979-639088 জামিনে রয়েছেন। ১৬. আরজিনা আলো (পিতা: মোঃ আলমগীর) জামিনে রয়েছেন এদের দুজনের বিরুদ্ধে দায়েরকৃত মামলা নং: দিনাজপুর কোর্ট সিআর ৬৯/২৫ , সিআর মামলা নং ২১৪৭/২৫ এর ১ নং আসামি রাসেল। আরজিনা আলো বর্তমানে পলাতক আসামিদের সঙ্গে যোগাযোগ করছে এবং বাদী আব্দুল মজিদ খান আশঙ্কা করছেন, তারা যেকোনো সময় তার ও তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলা বা হয়রানিমূলক মামলা চালাতে পারে। এদিকে’ দিনাজপুর পিবিআই পুলিশ এর ৩ কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে উন্যতম আসামি আশা আক্তার তার ব্যবহৃত মুঠোফোন কল রেকর্ডে স্বীকার করেছেন পিবিআই পুলিশের চোখের ইশারায় পালাতে সহযোগিতা করেছে।

পিবিআই পুলিশের নাম ও মোবাইল নাম্বার : এসআই মহাসিন আলী বিপি নং 84111440053: মোবাইল 01713**043, এসআই গোলাম মোস্তফা বিপি নং 8000063383: মোবাইল 01714*430, 01712*242, এসআই বাসুদেব এবং বোচাগঞ্জ থানার তিন কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে উন্নতম আসামি আশা আক্তার সহ ৬ আসামিকে বোচাগঞ্জ থানার পুলিশ ও ইন্ধনদাতা কু পরামর্শকারী জামিন প্রাপ্ত চার আসামীকে পালাতে সহযোগিতা করেছেন বলে ধারণা করছেন ভুক্তভোগী বাদী। বোচাগঞ্জ থানার পুলিশের নাম ও মোবাইল নাম্বার: ওসি জাহিদ হাসান সরকার মোবাইল 01711*210,01320*521 , সেকেন্ড অফিসার ওয়াসিম মোবাইল 01716*893 , এসআই শংকর মোবাইল 01720*352, 01824**270 । বাদী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উপরে উল্লিখিত মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্র (NID) এর মাধ্যমে দ্রুত আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেফতার নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION