এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘বিশ্বকাপে থাকা মানেই এক অসাধারণ অভিজ্ঞতা। আমি অবশ্যই থাকতে চাই। চাই ভালো থাকতে, ফিট থাকতে, এবং দলের জন্য গুরুত্বপূর্ণ হতে। তবে আমি দেখব, আগামী বছর ইন্টার মায়ামির প্রি-সিজন শুরু হলে আমার শরীর কীভাবে প্রতিক্রিয়া দেয়। আমি যদি ১০০ শতাংশ ফিট থাকতে পারি, যদি দলের উপকারে আসতে পারি; তাহলে সিদ্ধান্ত নেব।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা তো শেষ বিশ্বকাপটা (২০২২) জিতেছি, সেটি আবার মাঠে নেমে রক্ষা করার সুযোগ পাওয়া অসাধারণ এক ব্যাপার। জাতীয় দলের হয়ে খেলা সবসময়ই এক স্বপ্ন।’
ক্লাব ও ব্যক্তিগত পর্যায়ে প্রায় সব অর্জনই আছে মেসির ঝুলিতে। তবে জাতীয় দলের সাফল্য পেতে অপেক্ষা করতে হয়েছে অনেকদিন। ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের পর ২০২২ কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে পূর্ণতা পান এই আর্জেন্টাইন জাদুকর।
মেসির ভাষায়, ‘এটা ছিল আমার জীবনের স্বপ্ন। সত্যি বলতে, পেশাদার জীবনে ওই একটিই জিনিস বাকি ছিল। ব্যক্তিগত ও ক্লাব পর্যায়ে আমি প্রায় সবকিছুই জিতেছি। কিন্তু প্রতিটি ফুটবলারের স্বপ্ন তো একটাই, বিশ্বচ্যাম্পিয়ন হওয়া।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
