নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ জনগণ। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন ভবনটির নির্মাণ ছিল সময়োপযোগী একটি উদ্যোগ, কিন্তু কাজ বন্ধ থাকায় থমকে গেছে আশার আলো।
নির্মাণাধীন ভবনের অর্ধসমাপ্ত কাঠামো এখন শুধু অবহেলার চিহ্ন বহন করছে। রোগীরা পুরনো ভবনের সীমিত জায়গায় চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে জরুরি বিভাগে জায়গার অভাব, পরিসেবার সীমাবদ্ধতা এবং অব্যবস্থাপনার কারণে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করে বলেন, “নতুন ভবনের কাজ এক বছর আগেও শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ বন্ধ হয়ে যায়। রোগী বেশি হলে জায়গা হয় না, সেবা নিতে সমস্যা হয়। দ্রুত কাজ শেষ না হলে ভোগান্তি আরও বাড়বে।”
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি বলেন, “সরকার যদি আমাদের বরাদ্দ না দেয়, তাহলে আমরা কাজ কীভাবে শেষ করব? বরাদ্দ ছাড়া নির্মাণ সম্ভব নয়।”
তবে বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জয়দেব কুমার সরকার জানান, “ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা করছি।”
অন্যদিকে সচেতন মহলের দাবি, স্বাস্থ্যখাতের এমন গুরুত্বপূর্ণ প্রকল্প থেমে থাকা মোটেই কাম্য নয়। দ্রুত ফান্ড বরাদ্দ ও কাজের অগ্রগতি না হলে জনগণের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হবে। স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
