ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ছড়াকার এনায়েত হোসেন স্মরণে চার গুণীজনকে সম্মাননা

Doinik Kumar
অক্টোবর ২০, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

পালাবদলের ছড়াকার এনায়েত হোসেন স্মরণে ফরিদপুরে চার গুণীজনকে সম্মাননা দেওয়া হয়েছে। সম্মাননা পেয়েছেন লেখক অধ্যাপক . হালিম, লেখক আলোকচিত্রী অমিত মনোয়ার, সংগীত শিল্পী তৌকির আহমেদ কবি ছায়া চক্রবর্তী। খেয়া সাংস্কৃতিক সংস্থা ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদের আয়োজনে সম্মাননা দেওয়া হয়। সময় ফরিদপুর রাজবাড়ী জেলার কবি, লেখক ছড়াকারদের নিয়ে শহরের শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে ছড়া পাঠ, ছড়া গল্প ছড়া নাটক মঞ্চায়িত হয়।

ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদের সভাপতি মো. সায়েম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সমকালের প্রকাশক আবুল কালাম আজাদ। ছড়া উৎসবের উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক এম সামাদ।

অনুষ্ঠানে ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদ সভাপতি ঘোষণা দেন, ২০২৬ সাল থেকে ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি পদক প্রদান করা হবে।

কবি ছড়াকার . নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছড়াকার এনায়েত হোসেন স্মৃতি সংসদ সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ, খেয়া সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক ইউসুফ আলী। আরও বক্তব্য রাখেন অধ্যাপক সালাম তাসির, অধ্যাপক  . . রশিদ কামাল, আবু জাফর দিলু, কবি সফিক ইসলাম, কবি শাহজাহান সরদার প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।