ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন স্থানে মৎস্য বিভাগের অভিযান, ৮ জেলের জেল-জরিমানা

Doinik Kumar
অক্টোবর ২০, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীর পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। গতকাল রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় শুরু হয়ে আজ সোমবার বিকেল ৩টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আট জেলেকে আটক করে জেল-জরিমানা করা হয়।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানে দায়িত্বপালনকারীরা মোট আটটি অভিযান পরিচালনা করেন। অভিযানে উদ্ধার করা হয় ৪৩ কেজি মা ইলিশ এবং জব্দ করা হয় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, যার বাজারমূল্য প্রায় আট লাখ ৮০ হাজার টাকা।

সূত্র জানায়, অভিযানে সদর উপজেলায় আটজন জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে পাঁচ দিন করে কারাদণ্ড  দেওয়া হয়। এ ছাড়া গোয়ালন্দ উপজেলায় দুইজন জেলেকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুল হক জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা নিষিদ্ধ।

তাই মা ইলিশ রক্ষায় কঠোরভাবে অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ‘ইলিশের প্রজনন নিশ্চিত করতে এবং টেকসই মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।