ঢাকারবিবার , ১৯ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে খেলাফত মজলিশের অফিস উদ্বোধন সম্পন্ন

Doinik Kumar
অক্টোবর ১৯, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারের বড় ব্রীজের অপর পারে মেইন সড়ক ঘেষে বাংলাদেশ খেলাফত মজলিশের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। গত শনিবার রাতে জাঁকজঁমক আয়োজনের মধ্যে দিয়ে খেলাফত মজলিশের শাখা অফিসের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খেলাফত মজলিশের উপজেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ জাকারিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিশের এমপি প্রার্থী আলহাজ্ব মাওঃ মিজানুর রহমান মোল্যা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ সাদিকুর রহমান ও মাওঃ আরাফাত হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খেলাফত মজলিশের উপজেলা শাখার সাধারন সম্পাদক মুফতি সালাহ উদ্দিন।

“ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত” এ মূল স্লোগানকে সামনে রেখে উদ্বেধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, খেলাফত মজলিশের উপজেলা শাখার  সাংগঠনিক সম্পাদক মুফতি মাসুদুর রহমান, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওঃ জাহাঙ্গীর আলম ফাহিম, উপজেলা যুব মজলিশ সভাপতি মুফতি মিজানুর রহমান আমিনী, ছাত্র মজলিশ সভাপতি হাফেজ আশরাফুল আলম, ইউনিয়ন নেতা মাওঃ মুহাম্মদ মহসিন, হাফেজ শাহেদুল ইসলাম ও মোঃ লিটন মোল্যা প্রমূখ। বক্তারা, সন্ত্রাস, মাদক, দুর্নীতি মুক্ত একটি ন্যায় ভিত্তিক ইসলামিক দেশ গড়ার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা প্রতীকে ভোট দেওয়ার উদাত্ত¡ আহবান জানান।

এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মাওঃ মিজানুর রহমান মোল্যা বলেন, “আমি দীর্ঘদিন যাবত রাজনীতির মাঠে আছি। এলাকার নানা উন্নয়ন কর্মকান্ডে নিজেকে যুক্ত করে রেখেছি। তিনি বলেন, খেলাফত মজলিশ এমন একটি ইসলামিক রাজনৈতিক দল। যে দল করে কেউ যদি মৃত্যু বরন করেন তিনি জান্নাতবাসী হবেন। তাই সৎ, যোগ্য, নিষ্ঠ এবং রাসুল (সাঃ) আদর্শ ও আল্লাহ মনোনীত আইন-কানুন দিয়ে সমাজ গড়ার লক্ষ্যে তিনি সকলকে বাংলাদেশ খেলাফত মজলিশের রিক্সা প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্র গঠন কারার আহবান জানান”।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।