গাজার শুজাইয়া অঞ্চলে হামলা চালিয়ে আরও দুই ফিলিস্তিনিতে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চলমান অবস্থায় উপকূলীয় এই এলাকায় হামলা চালিয়ে অন্তত ৯ জনকে হত্যা করেছে ইসরায়েল।
হত্যাকাণ্ডের পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেপ্তারও করছে ইসরায়েলি সেনারা। গাজার দক্ষিণাঞ্চলের রাফার উত্তর-পূর্বের নাসর শহরে ইসরায়েলি বাহিনী ১৫ জনকে গ্রেপ্তার করেছে। তূলকারেম ও দখলকৃত পূর্ব জেরুজালেমের আল-ইসসাওয়িয়াসহ কয়েকটি এলাকা থেকে ফিলিস্তিনের গ্রেপ্তার করছে ইসরায়েল।
এদিকে অভিযোগ উঠেছে, ইসরায়েলিরা যেসব ফিলিস্তিনের মরদেহ ফেরত দিচ্ছে, সেগুলোর চোখ বাধা ও হাতকড়া দেওয়া ছিল। কিছু মরদেহে এমন চিহ্ন রয়েছে যা দেখে মনে হচ্ছে, তাদের আটকের পরপরই মেরে ফেলা হয়েছিল। কিছু লাশের ওপর ইসরায়েলি ট্যাঙ্কের চাকার চিহ্ন পাওয়া গেছে। এ থেকে ধারণা করা যায়, ভুক্তভোগীদের ট্যাঙ্কের চাকায় পিষে মারা হয়েছিল।
আল জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় স্থানীয় হাসপাতালগুলোয় ২৫টি লাশ তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ১৬টি উদ্ধারকৃত; একজন আহত হওয়ার কিছু সময় পর মারা গেছে। এছাড়া ৩৫ জন আহত হয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের টেলিগ্রাম প্রতিবেদনে বলা হয়েছে, হামলার শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৬৭ হাজার ৯৩৮ জন নিহত এবং ১ লাখ ৭০ হাজার ১৬৯ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনেকের মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় রয়েছে। কারণ অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স টিম এখনও অনেক এলাকায় পৌঁছাতে পারছে না।
