ঢাকাশনিবার , ১১ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুমুদ ফ্লোটিলার এক মানবাধিকারকর্মীকে ১০ দিনের কারাদণ্ড

Doinik Kumar
অক্টোবর ১১, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক হওয়া এক মানবাধিকারকর্মীকে দশ দিনের কারাদণ্ড দিয়েছে ইসরায়েলের বিয়ারশেবা ম্যাজিস্ট্রেট কোর্ট। স্পেনের নাগরিক ওই মানবাধিকারকর্মীর নাম রাইস রিগো সার্ভিয়া। কারারক্ষীর ওপর হামলার কারণে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে শনিবার (১১ অক্টোবর) সংবাদ প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ারশেবা ম্যাজিস্ট্রেট কোর্টের ডেপুটি প্রেসিডেন্ট বিচারপতি আভিশাই কোহেন তাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন। এছাড়াও ১০ হাজার শেকেল জরিমানা করা হয়েছে।

অভিযোগপত্র অনুযায়ী, আটকের পর কারাবন্দি অবস্থায় রাইস সার্ভিয়া কারারক্ষীর নির্দেশ অমান্য করেন এবং কক্ষে ফিরে যেতে অস্বীকৃতি জানান। এ সময় আরেকজন বন্দির সঙ্গে তিনি মেঝেতে শুয়ে পড়েন ও একে অপরের হাত-পা কাছের একটি খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন, যাতে কারারক্ষীরা তাদের সরাতে না পারে। পরে আরেকজন রক্ষী এগিয়ে এলে সার্ভিয়া ওই কারারক্ষীকে আঘাত করেন। এতে কারারক্ষীর হাত কেটে যায় ও তাকে চিকিৎসা নিতে হয়। কারারক্ষীর ওপর আক্রমণের ঘটনা স্বীকার করেছেন সার্ভিয়া।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে অন্তত ৪৪টি দেশ থেকে ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্ববিখ্যাত অ্যাকটিভিস্ট, রাজনীতিবিদ, চিকিৎসক, আইনজীবী এবং সাধারণ নাগরিক। সুইডিশ পরিবেশবাদী আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ এর অন্যতম প্রধান মুখ। এরই মধ্যে থুনবার্গসহ আটক হওয়া মানবাধিকারকর্মীদের অধিকাংশই নিজ দেশে ফিরেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।