ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টানা জয়ের ছন্দে রিয়াল, ঘুরে দাঁড়াতে মরিয়া অ্যাতলেতিকো

Doinik Kumar
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

লা লিগার অন্যতম বড় লড়াই মাদ্রিদ ডার্বি সামনে রেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে অ্যাতলেতিকো মাদ্রিদ। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতির পর এসে মৌসুমের দ্বিতীয় জয় পেলেও দিয়েগো সিমিওনের দলকে ঘিরে রয়েছে চাপ। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ১৭৫ মিলিয়ন ইউরোর বেশি খরচ করার পরও কাঙ্ক্ষিত শুরু হয়নি লস রোজিব্লাঙ্কোদের।

রায়ো ভায়েকানোর বিপক্ষে প্রত্যাবর্তনমূলক জয়ের পর সাইডলাইনে সিমিওনের উল্লাস প্রমাণ করে, আসন্ন ডার্বির আগে জয়টা কতটা প্রয়োজন ছিল।

অন্যদিকে, জাবি আলোনসোর অধীনে দুর্দান্ত ফর্মে আছে রিয়াল মাদ্রিদ। মৌসুমে টানা সাত ম্যাচে জয় পাওয়া দলটির শেষ সাফল্য আসে লেভান্তের মাঠে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে।মেট্রোপলিতানোতে রেকর্ড অবশ্য সুখকর নয় রিয়ালের। ২০১৭ সালে অ্যাতলেতিকো নতুন স্টেডিয়ামে আসার পর থেকে সব প্রতিযোগিতায় মাত্র দুইবারই জয় পেয়েছে লস ব্লাঙ্কোরা। এবার নতুন কোচ আলোনসোর সামনে চ্যালেঞ্জ সেই ইতিহাস পাল্টানো।

অ্যাতলেতিকোর হয়ে হুলিয়ান আলভারেজ দুর্দান্ত ফর্মে আছেন। চার গোল করা এই আর্জেন্টাইন ফরোয়ার্ড রায়োর বিপক্ষে হ্যাটট্রিক করে দলকে জয়ের স্বাদ দেন। অন্যদিকে, রিয়ালের হয়ে আলোচনায় আছেন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো।

ইনজুরির কারণে অ্যাতলেতিকোর হোসে গিমেনেজ, জনি কারদোসো ও তিয়াগো আলমাদা ডার্বিতে থাকছেন না। তবে রিয়ালের হয়ে দানি কারভাহাল, এদের মিলিতাও ও অরেলিয়েন চুয়োমেনি ফিরতে পারেন শুরুর একাদশে। ইনজুরি থেকে সদ্য ফেরা জুড বেলিংহামকে নামানো হবে কি না, তা এখনো অনিশ্চিত।

প্রত্যাশিত মতোই লড়াই হবে হাড্ডাহাড্ডি। সিমিওনে তার দলকে উজ্জীবিত করবেন, আর আলোনসো সতর্ক থেকে নিখুঁত সূচনার ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।