ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজায় এক সপ্তাহ মদের দোকান বন্ধ, নিষিদ্ধ ডিজে পার্টি

Doinik Kumar
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফরিদপুর জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এক সপ্তাহ জেলার সব মদের দোকান বন্ধ রাখা হবে এবং কোনো ডিজে পার্টি করা যাবে না বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।

বুধবার সকাল  ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন তিনি।

এসপি মো. আব্দুল জলিল বলেন, “প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মণ্ডপগুলোকে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পূজার সময় ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা বা গুজব ছড়িয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে।”

তিনি আরও বলেন, “পূজা মণ্ডপে শুধুমাত্র ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গান পরিবেশন করা যাবে। পূজাকে কেন্দ্র করে কোনো উচ্ছৃঙ্খলতা বা অপ্রীতিকর ঘটনা বরদাশত করা হবে না।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, সহ-সভাপতি সঞ্জিব দাসসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।