ঢাকাবুধবার , ২৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই পিকআপে ট্রাকের ধাক্কায়, নিহত ২

Doinik Kumar
সেপ্টেম্বর ২৪, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী 
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দাঁড়িয়ে থাকা সবজি বোঝাই একটি পিকআপে ট্রাকের ধাক্কায় চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার পারখানা ত্রিমোহনী গ্রামের মুনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫) এবং পশ্চিম মৌজমপুর গ্রামের শাহিন মোল্লার ছেলে কাওসার (৩০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সবজি বোঝাই পিকআপটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে চাকা পরিবর্তন করছিল। এসময় পেছন দিক থেকে আসা চাল বোঝাই একটি ট্রাক  দাঁড়িয়ে থাকা পিকআপটিকে জোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে চালক নাজমুল ও সহকারী কাওসারের মৃত্যু হয়।

খবর পেয়ে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, “ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয় বলে জানিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।