ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

Doinik Kumar
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, মধুখালী

ফরিদপুরের মধুখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. ইমরান ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড ভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে ফরিদপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা দায়রা জজ) শামীমা পারভীন রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ প্রহরায় কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্ত ইমরান ফকির (৩৩) মধুখালী উপজেলার উলুহাট গ্রামের মো. আফসার ফকিরের ছেলে। নিহত দিলরুবা বেগমের (২০) বাড়ি একই উপজেলার দেউল মথুরাপুর গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের আগস্ট দুপুরে যৌতুকের দাবিতে ইমরান ফকির তার পরিবারের সদস্যরা দিলরুবাকে মারধর করে হত্যা করে। পরে তার লাশ উলুহাট গ্রামের বাড়ির বারান্দায় পড়ে থাকতে দেখে নিহতের পরিবার পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনায় নিহতের বাবা মো. দেলোয়ার হোসেন পরদিন ( আগস্ট) মধুখালী থানায় মামলা দায়ের করেন।

রায়ের বিষয়ে ফরিদপুর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, সকল আলামত সাক্ষীদের জবানবন্দীতে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত রায় দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।