ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বৃদ্ধাকে গলা কেটে হত্যার অভিযোগ

Doinik Kumar
সেপ্টেম্বর ২২, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

 

নিজস্ব প্রতিবেদক ,মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলায় ফাঁকা বাড়িতে রেনু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে বসতঘরের তালা ভেঙে ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামে ঘটনা ঘটে। নিহত রেনু বেগম চর কাটাকাটি গ্রামের মৃত্যু ছাদেক হাওলাদারের স্ত্রী।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে চরকাচিকাটা গ্রামের কুমেরপাড় এলাকায় একটি ফাঁকা বাড়িতে একাই বসবাস করতেন রেনু বেগম। দুপুরের দিকে এক প্রতিবেশী তার কোনো আওয়াজ না পেয়ে তার বাড়িতে এসে দেখেন ঘরে তালা ঝুলছে। কিন্তু জানালার একটি অংশ খোলা থাকায় জানালা দিয়ে তাকালে দেখতে পান খাটের ওপর গলা কাটা অবস্থায় পড়ে আছে রেনুর মরদেহ। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই। ঘরের ভেতর তালাবদ্ধ অবস্থায় রেনু বেগমের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।