শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের সংঘর্ষে আহত ১৫

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮.৩৭ পিএম
  • ১৫ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের জেলার ঘটকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এর আগে গতকাল শুক্রবার রাতেও দুই বাসের সংঘর্ষে ২০ জন আহত হয়েছিল।

জানা গেছে, শনিবার দুপুরে মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা করে চন্দ্রা পরিবহনের যাত্রীবাহী একটি বাস। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ঘটকচর এলাকায় এলে ঢাকা থেকে আসা বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের অপর একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চন্দ্রা পরিবহনের বাসটি খাদে পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ ঘটনায় দুই বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করেন স্থানীয়রা।

আহতদের মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় মহাসড়কের উভয় পাশে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে যানবাহন চলাচল স্বাভাবিক করেন হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রীনভিউ পরিবহনের বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গেলে চন্দ্রা পরিবহনের বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, আমরা আসার আগেই আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে চন্দ্রা পরিবহনের চালকের অবস্থা গুরুতর। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION