নিজস্ব প্রতিবেদক,
ফরিদপুরে অবৈধ অস্ত্রসহ মাহফুজুর রহমান সবুজ (৩৯) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোররাতে শহরের আলিপুর সবুজের বাড়ি থেকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অবৈধ ডাবল ব্যারেল গান (মেইড ইন ইউএসএ) উদ্ধার করে। পরে অস্ত্রটি কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার মাহফুজুর রহমান সবুজ ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের আওতাধীন সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং স্থানীয় পুলিশের সহযোগিতায় শহরের আলিপুরে সবুজের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডাবল ব্যারেল গান (মেইড ইন ইউএসএ) উদ্ধার করে যৌথ বাহিনী। উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত হাসান বলেন, মাহফুজুর রহমান সবুজকে অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়টি শুনেছি।
সাংগঠনিক সিদ্ধান্তের বিষয়টি আমাদের দলের কেন্দ্র দেখছেন।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।
Leave a Reply