ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে কিশোরীকে ধর্ষণের দায়ে দুই যুবককের যাবজ্জীবন

Doinik Kumar
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের দুজনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই মামলার অপর শিশু এক আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার যোগিবরাট গ্রামের আতিয়ার শেখের ছেলে মো. সজীব শেখ (২৬) ও একই গ্রামের ইসলাম মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (২৫)। অপর ১০ বছরের সাজাপ্রাপ্ত শিশু আসামি হলো একই গ্রামের আবু বক্কার মোল্লার ছেলে মোহাম্মদ ইয়াসিন মোল্লা।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর তাদের পুলিশ প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ জুলাই রাতে কিশোরী মেয়েটি ঘরের বাইরের টিউবওয়েলে গেলে ওই তিন যুবক তাকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর তাকে মুখ বেঁধে ফেলে রেখে পালিয়ে যান। পরে কিশোরীটির মা মেয়েকে খুঁজতে গিয়ে প্রতিবেশী এক আসামির বাড়ির উঠানে তাকে দেখতে পান। পরে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শিশুটির বাবা ঘটনার তিনদিন পর ওই তিন আসামির নামে মামলা দায়ের করেন।

এ বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, আমরা রাষ্ট্রপক্ষ মামলার এ রায়ে সন্তুষ্ট হয়েছি। এ মামলা ধর্ষকদের জন্য একটি উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।