ঢাকাবৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শামসুন নাহার হল সংসদের এজিএস হলেন রাজবাড়ীর সুজানা

Doinik Kumar
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শামসুন নাহার হল সংসদের এজিএস (স্বতন্ত্র) নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর মেয়ে নূরে জান্নাত সুজানা।

সুজানা রাজবাড়ী পৌরসভার কলেজ পাড়ার বাসিন্দা শিক্ষক দম্পতি মো. রেজাউল করিম ও ময়না বেগমের বড় মেয়ে।

বাবা জেলার বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, আর মা বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক।

সুজানা ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত। তিনি এসএসসি পাস করেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এইচএসসি পাস করেন ঢাকার হলিক্রস কলেজ থেকে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

ডাকসু নির্বাচনে শামসুন নাহার হল সংসদের এজিএস (স্বতন্ত্র) পদে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্য ভোট ১১০৩। শামসুন নাহার হলে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৯৬। মোট ভোট কাস্ট হয়েছে ৬৩.৬৪ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৫০ ভোট।

জানা যায়, সুজানা পড়াশোনার পাশাপাশি টিউশনি, অনলাইন বিজনেস ও ইউসিসির পরীক্ষক হিসেবে কাজ করেন। এখান থেকে উপার্জিত অর্থের সিংহভাগই তিনি মানবসেবায় ব্যয় করেন।

শামসুন নাহার হলের পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা ক্লাবের সাধারণ সম্পাদক, রাজবাড়ী সদর উপজেলা ছাত্র কল্যাণ সমিতি ‘পদ্মার বাঁধন’ ঢাবি’র সাধারণ সম্পাদক তিনি।

নির্বাচনে জয়লাভের পর সুজানা বলেন, হলের মেয়েদের জন্য কাজ করাই আমার মূল উদ্দেশ্য। তাদের চাওয়া-পাওয়া, সুবিধা-অসুবিধার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখব। এছাড়া যে ইশতেহার দিয়েছি, সে মোতাবেক কাজগুলো করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।