ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাঞ্জাবে বন্যার্তদের নৌকা পাঠিয়ে উদ্ধার, ত্রাণসামগ্রী বিতরণ সালমানের

Doinik Kumar
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

গত ৩৭ বছরের মধ্যে এমন ভয়াবহ বন্যা দেখেনি পাঞ্জাব। ক্রমাগত অতিভারি বৃষ্টির জেরে পানির নিচে চলে গেছে পাঞ্জাবের বিস্তীর্ণ এলাকা। লাফিয়ে বাড়ছে মৃত্যু। পরিস্থিতি এতটাই খারাপ যে, পাঞ্জাবকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা করেছে আপ সরকার।এমতাবস্থায় পাঞ্জাবে বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন বলিউড ভাইজান সালমান খান।

বলিউড মাধ্যম সূত্রে খবর, সালমানের স্বেচ্ছাসেবী সংস্থা ‘বিইং হিউম্যান’-এর একটি টিম ইতিমধ্যেই ত্রাণসামগ্রী নিয়ে পাঞ্জাবে পৌঁছে গেছে। শুধু তাই নয়, সালমানের পক্ষ থেকে পাঁচটি নৌকাও পাঠানো হয়েছে বন্যার্তদের উদ্ধারকাজের জন্য। এর মধ্যে তিনটি নৌকা বিভিন্ন প্লাবিত এলাকায় ঘুরে ঘুরে খাবার, ওষুধের মতো নানা ত্রাণসামগ্রী বিলি করছে। বাকি দুটো ফিরোজপুর সীমান্তে পাঠানো হয়েছে।  জানা গেছে, সালমানের টিমের সদস্যরা মাঠে নেমে সবার সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

পাঞ্জাব ট্যুরিজমের চেয়ারম্যান দীপক বালি জানিয়েছেন, পরিস্থিতি খানিক স্থিতিশীল হলে সালমান খানের ফাউন্ডেশন বন্যাকবলিত সীমান্তবর্তী গ্রামগুলোকে দত্তক নেওয়ার কথা ভেবেছেন।

সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর শোয়েও বিধ্বস্ত পাঞ্জাব প্রসঙ্গের কথা শোনা গিয়েছিল সঞ্চালক সালমান খানের মুখে।

সালমান যে নানারকম সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত কিংবা বিভিন্ন সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রির অসহায়দের ত্রাতা হিসেবে ধরা দিয়েছেন, সেকথা সবারই জানা। অতিমারির সময়ও একাই সিনেইন্ডাস্ট্রির ২৫ হাজার কলাকুশলীর অন্নসংস্থানের দায়িত্ব নিয়েছিলেন বলিউড তারকা।

সালমানের ‘বিইং হিউম্যান’ সংস্থাও বহু দুস্থের পড়াশোনা, চিকিৎসার দায়িত্ব নিয়েছে। আবার কখনো বা পানভেলের ফার্মহাউস থেকে দুস্থদের খাবার বিলি করেছেন। এবার বন্যাপ্লাবিত পাঞ্জাবেও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভাইজান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।