ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সিঙ্গাপুরকে উড়িয়ে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ

Doinik Kumar
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশের। শুধু বাকি ছিল বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচ। আজ সেই ম্যাচে ১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছেন আল আমিন-মোরসালিনরা। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।

এতে করে সান্ত্বনার জয়ে দেশে ফিরবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপ খেলা বাংলাদেশ এর আগে হেরেছে  ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনামের কাছে। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতি শেষেও দুই দলের কাছে ধরা দিচ্ছিল না ‘সোনার হরিণ’ খ্যাত গোল।

সেই গোলের উদযাপন শেষ হতে না হতেই বাংলাদেশকে দ্বিতীয় লিড এনে দেন আল আমিন। ডান প্রান্তের বক্স থেকে দূরের পোস্টে বলকে জালে জড়িয়ে দেন তিনি।৮ মিনিট পর বাংলাদেশকে ‍তৃতীয় গোল এনে দেন মহসিন আহমেদ। আর সিঙ্গাপুরের জালে শেষ পেরেক মারেন মোরসালিন। অন্যদিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন নাদিম রাহিম।

এর আগে অবশ্য সিঙ্গাপুরের বেশ কটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।