সিঙ্গাপুরকে উড়িয়ে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ
-
Update Time :
মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৬.২৬ পিএম
-
২৯
জন সংবাদটি পড়েছেন
অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশের। শুধু বাকি ছিল বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচ। আজ সেই ম্যাচে ১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছেন আল আমিন-মোরসালিনরা। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
এতে করে সান্ত্বনার জয়ে দেশে ফিরবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপ খেলা বাংলাদেশ এর আগে হেরেছে ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনামের কাছে। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতি শেষেও দুই দলের কাছে ধরা দিচ্ছিল না ‘সোনার হরিণ’ খ্যাত গোল।
অবশেষে যখন গোলের দেখা পাওয়া গেল ততক্ষণে ম্যাচের সময় দাঁড়ায় ৭০ মিনিটে। ‘ডেডলকটাও’ দেখার মতো ভাঙলেন ফাহমিদুল। প্রায় ২৫ গজ থেকে দূরপাল্লার এক জোরালো শটে। তার শট ঠেকাতে বাঁদিকে ঝাঁপ দিলেও বলের নাগাল আর পাননি সিঙ্গাপুরের গোলরক্ষক।
সেই গোলের উদযাপন শেষ হতে না হতেই বাংলাদেশকে দ্বিতীয় লিড এনে দেন আল আমিন। ডান প্রান্তের বক্স থেকে দূরের পোস্টে বলকে জালে জড়িয়ে দেন তিনি।৮ মিনিট পর বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন মহসিন আহমেদ। আর সিঙ্গাপুরের জালে শেষ পেরেক মারেন মোরসালিন। অন্যদিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন নাদিম রাহিম।
এর আগে অবশ্য সিঙ্গাপুরের বেশ কটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply