ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ৪ বছরের শিশুর সামনে মাকে কুপিয়ে হত্যা, আটক ১

Doinik Kumar
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের কালকিনিতে ৪ বছরের শিশু সন্তানের চোখের সামনেই পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরে থানা পুলিশ খবর পেয়ে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করে।

নিহত পাখি বেগম উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদী প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রী পাখি বেগম রাতের খাবার খেয়ে ৪ বছরের শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে গভীর রাতে দুর্বৃত্তরা পাখি বেগমের বসত ঘরের চালে ইটপাটকেল ছুড়ে মারে। সেই ইটপাটকেলের শব্দে পাখি বেগম উঠে দরজা খুলে বাইরের তাকান। এ সুযোগে কয়েকজন দুর্বৃত্তরা ঘরে ঢুকে ৪ বছরের শিশু সন্তানের সামনেই এলোপাতাড়ি পাখি বেগমকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায়। পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে থানা পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় নিহতের চাচি শাশুড়ি পলি বেগমকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত পলি বেগম একই এলাকার শাহাদাত হাওলাদারের স্ত্রী।

এ বিষয়ে নিহতের শাশুড়ি নাজমা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আমার পুত্রবধূকে খুন করা হয়েছে।  খুনের ঘটনার রাতে পলী বেগম তার বাড়িতে বসে ঢোলটগর পিটিয়ে নাচগান করেছে। যাতে করে খুনের ঘটনা কেউ টের না পায়।

সেইসঙ্গে পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারের বিরুদ্ধে খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন তিনি।

এ বিষয়ে জানতে গেলে অভিযুক্ত শাহাদাত ও ইউনুসকে এলাকায় পাওয়া যায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, খবর পেয়ে আমরা পাখির লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের মাদারীপুর মর্গে পাঠিয়েছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।