ঢাকাবুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সুদ ব্যবসায়ীর ফাঁদে সর্বস্বান্ত পরিবার, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

Doinik Kumar
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকার এক সুদ ব্যবসায়ী ও কথিত সন্ত্রাসীর গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজবাড়ী শহরের মোস্তফা প্লাজায় বসন্তপুর ইউনিয়নের কয়েকজন ভুক্তভোগী কৃষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগীরা বলেন, উদয়পুর এলাকার সাহান সরদার দীর্ঘদিন ধরে চক্রবদ্ধভাবে সুদের ব্যবসা পরিচালনা করছেন। সুদের টাকা পরিশোধে ব্যর্থ হলে তিনি গ্রাহকদের বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। প্রতারণার মাধ্যমে শতাধিক দরিদ্র পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছেন তিনি।

ভুক্তভোগীদের অভিযোগ, সাহান সরদার প্রথমে দরিদ্র মানুষদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন এবং বিভিন্ন কৌশলে তাদের কাছ থেকে স্বাক্ষর করা একাধিক চেক সংগ্রহ করেন। এরপর অল্প টাকা দিয়ে বড় অঙ্কের সুদ আদায় করেন। কেউ টাকা পরিশোধে ব্যর্থ হলে, পূর্বে সংগৃহীত ফাঁকা চেকের পাতায় ইচ্ছেমতো টাকার অঙ্ক বসিয়ে আদালতে মামলা দায়ের করেন। তার নির্যাতনে বসন্তপুর ইউনিয়নের বহু পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী কৃষক মোহাম্মদ তাইজুদ্দিন বিশ্বাস, কাশেম শেখ, সাথী বেগম, চান ব্যাপারীসহ প্রায় অর্ধশত কৃষক-কৃষাণী। তারা সাহান সরদারের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবি জানান।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখবো। কোনো নির্যাতিত পরিবার থানায় অভিযোগ দিলে, সেটিও গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে সাহান সরদারের বক্তব্য জানতে তার মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।