নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
একটি মাদক মামলায় ছয় মাসের সাজা হয়েছিল মো. আল-আমিন খান ওরফে সুমন নামে এক যুবকের। সেই সাজা এড়াতে ৯ বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার দুপুর ১২টায় অভিযান চালিয়ে সামন্তসার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গোসাইরহাট থানার (ওসি) মো. মাকসুদ আলম। আল-আমিন গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার গ্রাম এলাকার আনছার উদ্দিন খানের ছেলে।
গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম জানান, ২০১৬ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আল আমিন খান ওরফে সুমন (৩৫)। সাজা এড়াতে এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। আমরা অভিযান চালিয়ে গোসাইরহাট থানাধীন সামন্তসার ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেফতার করি। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
