ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় মাদ্রাসা শিক্ষক কারাগারে

Doinik Kumar
সেপ্টেম্বর ১, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর

 শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার মামলায় এক মাদ্রাসা শিক্ষককে কারাগারে পাঠিয়েছে আদালত।

গত শনিবার রাতে নড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তারের পর রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা।

কারাগারে যাওয়া আশিকুর রহমান (২৬) নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি পৌরসভার বৈশাখী পাড়ার মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার শিক্ষক।

মামলার বরাতে ওসি আসলাম বলেন, শুক্রবার বিকালে ওই মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রীকে কৌশলে নিজ কক্ষে ডেকে নেন আশিকুর। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা  হলে সে শিক্ষককে কামড় দিয়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে আশিকুর পলাতক ছিলেন।

ঘটনার পরদিন শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় আশিকুরের বিরুদ্ধে মামলা করেন বলে জানান তিনি।

ওসি আসলাম উদ্দিন বলেন, শনিবার রাতে আসামিকে আটকের পর সকালে আদালতে তোলা হলে বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।