ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

Doinik Kumar
সেপ্টেম্বর ১, ২০২৫ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, মাদারিপুর

মাদারীপুরের শিবচর উপজেলায় নারকেল পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আব্দুল হক মুন্সী (৪৫) নামের এক জনের মৃত্যু হয়েছে।

রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের গজারিয়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত আব্দুল হক ওই এলাকার মোতাহার মুন্সীর ছেলে। আব্দুল হক মুন্সী পেশায় একজন ভ্যান চালক এবং এলাকার বিভিন্ন বাড়ির নারকেল গাছ পরিস্কার করেন দেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে বাড়ির পাশের এক নারকেল গাছে উঠেন আব্দুল হক মুন্সী। কাজের এক পর্যায়ে গাছের পাশে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তিনি ছিটকে গাছ থেকে মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। তবে ঢাকা পৌছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।

প্রতিবেশী রিপন মাতুব্বর নামের এক ব্যক্তি বলেন, আব্দুল হক মুন্সী সাধারণত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তবে টাকার বিনিময়ে এলাকার নারকেল গাছ ঝুড়ে ( ডালপালা কেটে পরিস্কার) দেন এবং নারকেল পেড়ে দেন। সকালে বাড়ির পাশে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হন। পরে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি । অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।