ঢাকাসোমবার , ১ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মৃত ছাগলের গোশত বিক্রির অভিযোগ, ব্যবসায়ীকে জরিমানা

Doinik Kumar
সেপ্টেম্বর ১, ২০২৫ ৯:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মৃত ছাগলের গোশত বিক্রির অভিযোগে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইব্রাহিম নামের এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল রবিবার  সকালে উপজেলার সোনাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।

এ সময় বালিয়াকান্দির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযুক্ত বিক্রেতা ইব্রাহিম উপজেলার বকশিবাড়ি গ্রামের বাসিন্দা। মৃত ছাগলের গোশত বিক্রির অভিযোগ অস্বীকার করে তিনি জানান, গত শনিবার একটি ছাগল জবাই করে তিনি ফ্রিজে সংরক্ষণ করেছিলেন। পরেরদিন সকালে আরো একটি ছাগল জবাইয়ের পর উভয়ের গোশত একসঙ্গে বিক্রি করছিলেন তিনি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বালিয়াকান্দির সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক বলেন, ‘অভিযানে মৃত ছাগলের গোশত বিক্রির সত্যতা পাওয়া যায়নি।

তবে ভিন্ন মানের গোশত পৃথকভাবে চিহ্নিত না করা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে জনসাধারণ প্রতারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ইব্রাহিমকে এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।