নিজস্ব প্রতিবেদক, নগরকান্দা
জীববৈচিত্র্য ও মৎসসম্পদ রক্ষায় ফরিদপুরে নগরকান্দা উপজেলার তিনটি বিলে অভিযান চালিয়ে ৪০০ চায়না দোয়ারি জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকালে নগরকান্দার শশা, শাকরাইল ও জুঙ্গনদী বিলে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে বলে জানান নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবিরউদ্দিন।
উপজেলা মৎস্য কর্মকর্তা, নগরকান্দা থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে।
নগরকান্দা উপজেলার মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল আরবার বলেন, সরকারের নিষিদ্ধ ঘোষিত চায়না দোয়ারি জাল ব্যবহার করে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসব জালে শুধু ছোট বড় মাছ নয়- শামুক, কাকড়া, কুচো, ব্যাঙসহ বিভিন্ন জলজ প্রাণী আটকে পড়ছে এবং মারা যাচ্ছে। এর ফলে ধ্বংস হচ্ছে প্রাণবৈচিত্র, ক্ষতি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের।
এ উপজেলায় একাধিক বিল-বাওড় রয়েছে, কিছু দুষ্টু চক্রের মৎস্য শিকারী সেখানে অবৈধ ফাঁদ দিয়ে প্রতিনিয়ত মাছের প্রজন্মকে ধ্বংস করছে। তাই শশা, শাকরাইল ও জুঙ্গনদী বিলে অভিযান চালানো হয়েছে।
অভিযানে প্রায় ২০ লাখ টাকার চায়না দোয়ারি জাল ধ্বংস করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
ইউএনও দবিরউদ্দিন জানান, বিলগুলো থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হলেও নিষিদ্ধ জালগুলো ব্যবহারে কারও স্বীকারোক্তি না পাওয়ায় কাউকে সাজা দেওয়া যায়নি। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
তিনি আরও বলেন, যারা এই নিষিদ্ধ জাল দিয়ে প্রাণ-প্রকৃতি ধ্বংস করছে তাদের শুধু শাস্তি দিয়ে বিরত রাখা যাবে না, তাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে।
“পাশাপাশি আমরা প্রশাসন সবাইকে সাথে নিয়ে আমরাও জাল ধ্বংস করে তাদের অপরাধের ব্যপারে হুঁশিয়ারি জানাব। প্রাণ ও প্রকৃতি রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
