ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় নিখোঁজের তিনদিন পর খাল থেকে তৃতীয় লিঙ্গের ব্যক্তির মরদেহ উদ্ধার

Doinik Kumar
আগস্ট ২৮, ২০২৫ ৭:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা

ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের তিন দিন পর উপজেলার আলগী ইউনিয়নের শাহমূলকদি গ্রামের একটি খাল থেকে মাসুদ ওরফে টুসু (৪০) নামে তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে স্থানীয়রা খালে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। মাসুদ ওরফে টুসু রাজবাড়ি জেলার আইনুদ্দিন বেপারীকান্দী এলাকার বাবু বেপারীর সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাসুদ ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মাহাবুল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তিনি গত ২৫ আগস্ট মঙ্গলবার বিকাল থেকে নিখোঁজ ছিলেন। তিন দিন পর ভাঙ্গা থানা পুলিশ তার মরদেহ খাল থেকে উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানায় আনা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।