মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বুদ্ধিজীবী চত্ত্বর থেকে ৭১ চত্ত্বর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, একই সঙ্গে পৌর প্রশাসক শাইখা সুলতানা এবং শিবচর থানার একটি টিম।
এ সময় ফুটপাত দখল করে রাখা কাঠের বেঞ্চ, সাইনবোর্ডসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র অপসারণ করা হয়। এছাড়া সরকারি সম্পত্তি দখল করে গড়ে ওঠা পাকা ইমারতও হামার ও শাবল দিয়ে ভেঙে ফেলা হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও কঠোরভাবে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। আজকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সরকারি সম্পত্তি দখল করে কোনোভাবেই ব্যবসা পরিচালনা করা যাবে না। এ অভিযান চলমান থাকবে।”
