ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Doinik Kumar
আগস্ট ২৮, ২০২৫ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,মাদারীপুর

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পৌরসভার বুদ্ধিজীবী চত্ত্বর থেকে ৭১ চত্ত্বর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, একই সঙ্গে পৌর প্রশাসক শাইখা সুলতানা এবং শিবচর থানার একটি টিম।

এ সময় ফুটপাত দখল করে রাখা কাঠের বেঞ্চ, সাইনবোর্ডসহ বিভিন্ন অবৈধ জিনিসপত্র অপসারণ করা হয়। এছাড়া সরকারি সম্পত্তি দখল করে গড়ে ওঠা পাকা ইমারতও হামার ও শাবল দিয়ে ভেঙে ফেলা হয়।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা ও কঠোরভাবে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, “সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। আজকে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সরকারি সম্পত্তি দখল করে কোনোভাবেই ব্যবসা পরিচালনা করা যাবে না। এ অভিযান চলমান থাকবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।