নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে জেলা প্রশাসক মোছা. ইয়াসমীন আক্তার উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিদর্শনকালে এই বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফিন, সহকারী কমিশনার (ভূমি) মাহাবুবা ইসলাম, উপজেলা সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।
এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও।
জেলা প্রশাসক মোছা. ইয়াসমীন আক্তার বলেন, “সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শন এবং বৃক্ষরোপণ অভিযান যেমন পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ, তেমনি জনগণের সেবায় সরকারি কার্যক্রমের মান বৃদ্ধি করে। আমরা আশা করি, এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে উদ্ভাবনী ও দায়িত্বশীলতার পরিবেশ গড়ে তুলবে।”
