শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল এক্স-রে কার্যক্রমের উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭.২২ পিএম
  • ৫৫ জন সংবাদটি পড়েছেন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ি

রাজবাড়ীর কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল এক্স-রে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন করেন স্বাস্থ্য অধিদপ্তরের উপ পরিচালক ডা. নুরুল ইসলাম। অনুষ্ঠানটি বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন— কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন, রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রহমাত আলী, ডেন্টাল সার্জন ডা. মো. ফখরুল আলম, এছাড়া মেডিকেল অফিসার ডা. মো. মেহেদী হাসান, ডা. এনামুল হক, ডা. সজল এবং পাংশা ও বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসারবৃন্দও উপস্থিত ছিলেন।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল এক্স-রে কার্যক্রম চালু হওয়ায় রাজবাড়ী জেলাসহ আশপাশের জেলার জনগণের সুফল ভোগ করতে পারবেন। এটি দেশের মধ্যে দ্বিতীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে ডেন্টাল এক্স-রে কার্যক্রম চালু হলো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmitsolution_16012
© All rights reserved © 2025
Developed By : JM IT SOLUTION