নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানীতে জাল টাকাসহ অভিযুক্ত দুই কারবারিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলার ঘোনাপাড়া বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে রাকিব হাসান (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কানু মিয়ার ছেলে এনামুল হক ইমাম (৩৬)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, জাল টাকার কারবারি রাকিব হাসান ও এনামুল হক ইমাম ঘোনাপাড়া বাজারে কেনাকাটা করেন।
এ সময় ওই বাজারের এক দোকানদারকে এক হাজার টাকার একটি নোট দেন। নোটটি দেখে সন্দেহ হলে তাদের আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে দুটি এক হাজার টাকার জাল নোট পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জাল টাকার ওই দুই কারবারিকে আটক করা হয়।
এ ঘটনায় কাশিয়ানী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
