নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ি
রাজবাড়ীর গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ৭৬টি পরিবারের মাঝে ১২০ বান্ডিল ঢেউটিন ও ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টার সময় উপজেলা হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারকে মানবিক সহায়তা হিসেবে এই ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।্
উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রতিটি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবু বক্কর, অফিস সহায়ক মো. রাশেদুল ইসলাম সহ বিভিন্ন পেশার ও শ্রেণির মানুষ।
উপজেলা প্রশাসন এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনরায় জোরদার করেছে।
