ফরিদপুরের বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরী শিক্ষার মানোন্নয়ন ও আসন্ন এসএসসি পরীক্ষা ২০২৬ কে সামনে রেখে নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ আয়োজন এবং প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করছেন।
মাধ্যমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন বলেন, “ইউএনও স্যারের উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন ও অভিভাবক সমাবেশ হওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়বে। অভিভাবকরাও সন্তানের প্রতি আরও যত্নশীল হবেন। ফলে আগামী এসএসসি পরীক্ষায় ফলাফল উন্নত হবে বলে আশা করা যায়।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী জানান, “এসএসসি ২০২৬ সালকে লক্ষ্য করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশ ও নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। এতে শিক্ষার্থীরা যেমন পড়াশোনায় মনোযোগী হবে, তেমনি শিক্ষকরাও আরও দায়িত্বশীল হবেন। ইতোমধ্যে অনেক প্রতিষ্ঠানে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে, বাকিগুলোও ধারাবাহিকভাবে সম্পন্ন করা হবে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
